আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রীমঙ্গল প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

শ্রীমঙ্গল প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন শ্রীমঙ্গল ঐতিহ্যবাহী প্রেসক্লাবের সদস্যরা।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যেতি চৌধুরী ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেলের নেতৃত্বে পৌর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সাংবাদিকরা।
এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সহ-সভাপতি আ.ফ.ম আব্দুল হাই ডন, সাধারণ সম্পাদক মো.ইমাম হোসেন সোহেল, যুগ্ম সম্পাদক ইয়াছিন আরফাত রবিন, সৈয়দ সালাউদ্দিন, অর্থ-সম্পাদক এহসানুল হক, দপ্তর-সম্পাদক এম মুসলিম চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো.মামুন আহম্মেদ, কার্যকরী পরিষদের সদস্য মো. শাকির আহম্মেদ, সনেট দেব চৌধুরী, নূর মোহাম্মদ সাগর, সাধারণ সদস্য কাওছার ইকবাল, সৈয়দ ছায়েদ আহমদ, মো.মিজানুর রহমান আলম, ঝলক দত্ত, সৈয়দ আমিরুজামান, অরবিন্দ দেব, শামিম আহমেদ, সাহবুদ্দিন, মো. আব্দুস শুকুর প্রমুখ।