শুদ্ধ বাংলা চর্চায় সবাইকে অগ্রণী ভূমিকা রাখতে হবে: মুনীর আহমেদ

দৈনিকসিলেট ডটকম :
স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের আয়োজনে যথাযথ মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে জাতীয় পতাকা উত্তোলন, শহিদদের স্মরণে শহিদ মিনারে পুস্পস্তবক অর্পন ও বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাস অডিটোরিয়ামে মহান শহিদ দিবসে কবিতা আবৃত্তি, রচনা ও বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ লে. কর্ণেল মুনীর আহমেদ কাদেরী (অব.)।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রক্তের বিনিময়ে আমরা মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি। বাংলা ভাষা মাধুর্য বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে। শুদ্ধ বাংলা চর্চায় সবাইকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। মনে রাখতে হবে, আমরাই একমাত্র জাতি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছি।
প্রভাষক কামরুল হক জুয়েলের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আশরাফ হোসেন চৌধুরী, প্রভাষক হাসান মাহমুদ, ফারজানা মোরশেদ চৌধুরী, তাহলিদা ইয়াসমিন ও ইসরাত হোসেন।