সিলেট ভিউ ইনু সিটি স্যাটেলাইট স্কুলে মাতৃভাষা দিবস পালন

দৈনিকসিলেট প্রতিবেদক :
সিলেট ভিউ ইনু সিটি স্যাটেলাইট স্কুলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১শে ফেব্রুয়ারি) বিকাল ৩টায় কুশিঘাট বুরহানাবাদ স্কুলে আলোচনা সভা ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সিলেট ভিউ ইনু সিটি স্যাটেলাইট স্কুলের সহকারী শিক্ষিকা তানজুমা আক্তার সাকী এর পরিচালনায় ও প্রধান শিক্ষিকা মুন্নী বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইমতিয়াজ রহমান ইনু। তিনি বলেন বাংলা ভাষা আমার মায়ের ভাষা যে ভাষার জন্য রক্ত দিয়েছেন রফিক, বরকত, সালাম, জব্বার, আরো অনেক। তাদের নাম সারা জীবন স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। তাদের প্রতি আমাদের লাল সালাম। বাংলাদেশের সকল অফিস আদালতে ভাষা শহীদদের ছবি ও নাম রাখার জোর দাবি জানান।
অনুষ্ঠানের শুরুতেই সকল ভাষা শহীদদের স্মরণ করে এক মিনিট নিরবতা পালন করা হয়। স্কুলের ছাত্রছাত্রীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। কবি কামাল আহমদ, শ্রীহট্র আলোর দিশারী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আজিমম, কে এ জে এস প্রচার সম্পাদক দিল গিলমান আহমেদ চৌধুরী, প্রাক্তন ছাত্রী লিজা আক্তার, স্কুলের অভিভাবক সহ ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।