পাওয়া গেল সেই বস্তাবন্দী লাশের পরিচয়

দৈনিকসিলেটডটকম
সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকায় সুরমা নদীর পাড়ে গত সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে বস্তাবন্দী অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে দক্ষিণ সুরমা থানাপুলিশ। লাশ উদ্ধারের দুইদিন পরে সেই অজ্ঞাত ব্যাক্তির পরিচয় শনাক্ত হয়েছে।
নিহত ব্যাক্তির নাম সাজ্জাদ আলী (৩৫)। তিনি সিলেটের জালালাবাদ থানা, বসন্তরাগাঁওয়ের মৃত সোয়াব আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান তালুকদার।
তিনি জানা, দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকা থেকে বস্তাবন্দী লাশের পরিচয় শনাক্ত হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছি আমরা।