জেলা প্রশাসন আয়োজিত ২ দিন ব্যাপী ট্যুর গাইড প্রশিক্ষন

দৈনিকসিলেটডটকম
সিলেট জেলার ট্যুর গাইডদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়েছে ।বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় জেলা প্রশাসন সিলেট কর্তৃক আয়োজিত দুইদিন ব্যাপী সিলেটের ট্যুর গাইডদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ২০ ও ২২ ফেব্রুয়ারি ২০২৩ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
গত ২০ ফেব্রুয়ারী ২০২৩ শুরু হওয়া কর্মশালার প্রথম দিনে প্রধান অতিথি হিসাবে উপস্তিত থেকে কর্মশালার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) আবু তাহের মুহাম্মদ জাবের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান। উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ. এস. এম. কাসেম।
বুধবার সমাপনী অনুষ্ঠানে সিলেট ট্যুরিজম ক্লাবের সভাপতি হুমায়ুন কবির লিটনের পরিচালনায় সনদ বিতরন অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক জনাব মোঃ মজিবর রহমান ।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ. এস. এম. কাসেম। বক্তব্য প্রদান শেষে প্রধান অতিথির মাধ্যমে দুদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসন সিলেটের জেলা ব্রান্ডিং ও পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত সহকারি কমিশনার মোঃ জসিম উদ্দিন ।
২ দিনের কর্মশালায় প্রশিক্ষক ছিলেন শাবিপ্রবির ব্যবসা প্রশাসন বিভাগের অধ্যাপক ড.আব্দুল হামিদ, লিডিং ইউনিভার্সিটির ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের প্রভাষক আব্দুল হালিম,ট্যুরিস্ট পুলিশ সিলেট জোনের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম ,সিলেট উইমেন্স মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের রেজিস্টার ডা: নজরুল বক্ত চৌধুরী , ফায়ার সার্ভিস সিলেটের পরিদর্শক আতিকুর রহমান প্রমুখ ।