শেখ হাসিনার নেতৃত্বে দেশে শিল্প-কৃষি খাতে বিপ্লব হয়েছে: বিমান প্রতিমন্ত্রী

দৈনিকসিলেট প্রতিবেদক :
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে শিল্প ও কৃষি খাতে বিপ্লব সাধিত হয়েছে। প্রতিটি বাড়িতে খামার গড়ে উঠেছে। দুধ ও মাংসে দেশ আজ স্বয়ংসম্পুর্ণ। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রাঙ্গনে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় আয়োজিত প্রদর্শনীতে অন্যান্যের মধ্যে চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক। ‘‘ স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে আয়োজিত প্রদর্শনীতে ৪০ জন খামারী অংশগ্রহন করেন। প্রতিমন্ত্রী প্রাণিসম্পদ প্রদর্শনী ঘুরে দেখেন এবং স্থানীয় খামারীদের সাথে কথা বলেন। প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা নেতৃবৃন্দ।