জল্পনা কল্পনার অবসান, আরিফুল হক চৌধুরী মেয়র প্রার্থী হচ্ছেন!

নিজস্ব প্রতিবেদক
সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী নীরবতা ভেঙ্গে আগামী সিসিক নির্বাচনে প্রার্থী হবার আগ্রহ প্রকাশ করেছেন।
শুক্রবার রাতে নগরীর ১২নং ওয়ার্ডের কাউন্সিলর মো. সিকন্দর আলীর নাগরিক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আগ্রহের কথা প্রকাশ করেন।
তিনি বলেন, আমাকে যদি আপনাদের সেবক হিসেবে রাখতে চান তাহলে আমি আগামী সিসিক নির্বাচনে আপনাদের প্রতিনিধি হয়ে মাঠে থাকতে চাই। সিলেটের উন্নয়নে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। সিলেটের সার্বিক উন্নয়নে সব ধর্মের প্রতি সম্মান রেখে সুন্দর, আধুনিক ও স্মার্ট নগরী গড়তে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, সিলেটের উন্নয়নে আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, আবুল মাল আব্দুল মুহিত ও বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মেয়র বলেন, আমি সিলেটের উন্নয়নে কাজ করছি কি না সেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে সিলেটে এসে বলে গেছেন। তাই কেউ আমাকে সার্টিফিকেট দেওয়া লাগবে না।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেন, সিলেট মহানগরের প্রতিটি ওয়ার্ডকে আধুনিক ও স্মার্ট করে গড়ে তুলতে হলে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। শিক্ষিত কর্মবান্ধব, কারিগরি শিক্ষার প্রতি তরুনদের উৎসাহিত করতে হবে। সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। মন-মানসিকতা ভালো থাকলে দেশ, পরিবার, সমাজের উন্নয়নে কাজ করা সম্ভব।
গত জানুয়ারি থেকে সিলেট নগরে নির্বাচনী আমেজ বিরাজ করছে। চলতি বছরেই সিসিক নির্বাচন হওয়ার কথা রয়েছে।
মেয়র আরিফুল হক চৌধুরী নির্বাচন করবেন কি-না এতো দিন স্পষ্ট করে কিছু বলেননি। বিএনপি’র তরফ থেকে দলীয়ভাবে কোনো সাড়াশব্দ নেই। বিএনপি বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচনে যাবেনা বলে স্পষ্ট ঘোষণা দিয়েছে।
তা হলে আরিফুল হক চৌধুরী কীভাবে নির্বাচন করবেন? তিনি কি তিনি বিএনপি থেকে পদত্যাগ করবেন? এ নিয়ে হাজারো প্রশ্ন সুধী মহলে।
বিষয়টি নিয়ে তাঁর সাথে কথা বলতে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।
অন্য একটি সূত্র আরিফুল হক চৌধুরী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করার বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রমতে তিনি দল থেকে পদত্যাগ না করেই নির্বাচন করবেন।
বিএনপি নির্বাচনে অংশ না নিলে আরিফ নাগরিক কমিটি থেকে নির্বাচন করবেন।