জামালগঞ্জে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা

মোঃ বায়েজীদ বিন ওয়াহিদ জামালগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের জামালগঞ্জে ‘আটগাঁও শিক্ষা ফাউন্ডেশনের’ আয়োজনে কৃতি শিক্ষার্থী ও গুণীজনকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের আটগাঁও লালবাজারে এ সংবর্ধনা দেয়া হয়।
“আটগাঁও শিক্ষা ফাউন্ডেশনের” আহবায়ক সৈয়দ আলী হোসেনের সভাপতিত্বে ও নিজাম নূরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তনুকা ভৌমিক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মো. শরীফ উদ্দিন।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আখতারুজ্জামান তালুকদার।
অনুষ্ঠানে উপজেলার ৭ গুণী ব্যাক্তিকে সম্মাননা ও ১০ জন শিক্ষার্থীকে কৃতি সম্মাননা স্বারক প্রদান করা হয়।