বিশ্বনাথে মৃতদেহের কঙ্কাল উদ্ধার

দৈনিকসিলেট ডেস্ক :
সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের পুরান সৎপুর এলাকার রাজার বাজারের পশ্চিমপাশে কবরস্থানে গাছপালা ঝোপঝাড়ের ভিতরে একটি শেওড়া গাছের নিচে একটি মৃতদেহ মাংস এবং চামড়া বিহীন কঙ্কালাসার হাড়গুড় এলোমেলো অবস্থায় উদ্ধার করা হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মৃতদেহের কঙ্কাল উদ্ধার করেন বিশ্বনাথ থানা পুলিশ।
মৃতদেহের কঙ্কালটি বিশ্বনাথের আশ্বদ আলী ছেলে মোঃ সেবুল মিয়ার।
সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন নির্দেশনায় বিশ্বনাথ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে কঙ্কালের আশপাশে তল্লাশি অভিযান পরিচালনা করে পাশে থাকা একটি জ্যাকেট, ১ জোড়া স্যান্ডেল এবং একটি কোমড়ে বাধা কাপড়ের ব্যাগের মধ্যে অন্যান্য কাগজের সাথে একটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করে।
স্থানীয় সুত্রে জানা যায় ছয়ফুল ঘটনাস্থলে পড়ে থাকা স্যান্ডেল, জ্যাকেট এবং জাতীয় পরিচয়পত্র দেখে মৃত দেহটি মোঃ সেবুল মিয়ার তার মামা বলে সনাক্ত করেন। মৃতের ভাগিনা ছয়ফুল এবং একমাত্র বড়ভাই ফারুক মিয়া সহ স্থানীয় লোকজন জানান মোঃ সেবুল মিয়া অনেকটা মানসিকভাবে ভারসাম্যহীন এবং নেশাগ্রস্থ ছিল। সে মাঝে মধ্যে বিভিন্ন স্থানে নিরুদ্দেশ হয়ে যেত। অনুমান ২ মাস পূর্বে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। এরপর থেকে সে আরো মানসিক ভারসাম্যহীন হয়ে যায়। এক পর্যায়ে এলাকায় আর তাকে দেখা যায় নি।
ঘটনাস্থলে সিআইডি এবং পিবিআই, সিলেটের ক্রাইম সিন টিম এসে ঘটনাস্থল পরিদর্শনসহ নমুনা সংগ্রহ করেছে। অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর সার্কেল মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করেন। বিশ্বনাথ থানার এসআই মোঃ শাহপরান মোল্লা মৃত দেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত পূর্বক ময়না তদন্তের জন্য প্রেরণ এবং ডিএনএ প্রোফাইল সংরক্ষনের ব্যবস্থা গ্রহণ করছেন। এ সংক্রান্তে বিশনাথ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।