সাকিব-তামিমকে নাজমুল হাসান যে কড়া বার্তা দিলেন

দৈনিকসিলেটডেস্ক
বাংলাদেশের ক্রিকেটে ব্যাপারটি মোটামুটি প্রতিষ্ঠিতই। সাকিব আল হাসান ও তামিম ইকবাল প্রয়োজন ছাড়া একে অপরের সঙ্গে কথা বলেন না। প্রয়োজন হলেও বলেন না। দেশের ক্রিকেটের দুই সুপারস্টারের মধ্যে বর্তমান সম্পর্ক ভালো না। দুজনের কেউ এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। বছরের পর বছর এসব কেবল খোলা বাতাসে আলোচনাই হয়েছে।
তবে এবার আলোচনাটা করলেন স্বয়ং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জানিয়েও দিলেন, দুই তারকার সম্পর্কে ফাটল ধরেছে অনেক আগে। সমাধান করতে চেয়েও ব্যর্থ হয়েছেন। দুজন দুজনের সঙ্গে কথাও বলেন না। অথচ তামিম এখন ওয়ানডে দলের অধিনায়ক, সাকিব টেস্ট ও টি-টোয়েন্টির। দুজনের মধ্যে কথা না বলা, যোগাযোগ না হওয়া দেশের ক্রিকেট ভালো পথে নেই, সেই ইঙ্গিতই দিচ্ছে। নাজমুল হাসানও স্বীকার করেছেন, ড্রেসিংরুমের পরিবেশ স্বাভাবিক নেই। স্বাস্থ্যকর নয়। এমতবস্থায় ভালো ক্রিকেট খেলা নিয়েও সংশয় প্রকাশ করেছেন নাজমুল হাসান।
ক্রিকবাজকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে নাজমুল হাসান বলেছেন, ‘এটা মোটেও স্বাস্থ্যকর ড্রেসিংরুমের চিত্র নয়। আমি নিশ্চিতভাবেই বলছি। যে জিনিসটা (তামিম ও সাকিবের মাঝে সম্পর্কের ফাটল) এমন না যে আমি এটা সমাধানের চেষ্টা করিনি। আমি দুজনের সঙ্গে কথা বলেছি এবং বুঝতে পেরেছি এই মুহূর্তে দুজনের এই সমস্যা সহজে সমাধান হবে না। এটা আমার পর্যবেক্ষণ।’
আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের চেয়ে সাকিব ছয় মাসে এগিয়ে। সাকিবের অভিষেক ২০০৬ সালের ৬ আগস্ট, তামিমের ২০০৭ এর ৯ ফেব্রুয়ারি। এরপর তারা দ্রুত বাংলাদেশের পোস্টারবয় হয়ে ওঠেন পারফরম্যান্স দিয়ে। বয়সভিত্তিক ক্রিকেট থেকে একসঙ্গে থাকায় তাদের বোঝাপড়া দারুণ হয়। সঙ্গে জনপ্রিয় হয়ে ওঠে- সাকিব ও তামিম ঘনিষ্ঠ বন্ধু।
জাতীয় দলের অনুশীলনে দুজন একসঙ্গে। বিসিবির সঙ্গে বৈঠকে দুজন একসঙ্গে। সাকিব অধিনায়ক, তামিম তার ডেপুটি; ফলে একসঙ্গে থাকাটাই তো স্বাভাবিক। সব মিলিয়ে যেন মুদ্রার এপিঠ–ওপিঠ। কিন্তু তারা দুজন কি আসলেই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন নাকি ড্রেসিংরুমের কাছের সতীর্থ ছিলেন!
এ প্রসঙ্গে তামিম এক গণমাধ্যমকে বলেছিলেন, ‘আমরা কখনোই অতি মাখামাখি কিছু করিনি যে মানুষ বলছে ঘনিষ্ঠ বন্ধু। আমরা সব সময়ই খুব কাছের ছিলাম। নিজেদের খেলার বোঝাপড়াটা ভালো। মিডিয়া সৃষ্টি করেছে আমরা ভালো বন্ধু। এখন আবার বলছে খারাপ কিছু।’
সাকিব-তামিমের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব এবং দুজনের মধ্যে দেয়াল খোঁজা- দুটোই কল্পনার বাড়াবাড়ি। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত দুজন দুজনের জন্য দেখিয়েছেন সম্মান, খুঁজে পেয়েছেন গর্ব। তাইতো যে কোনো সাফল্যের পর ড্রেসিংরুমে তারা দুজন ছিলেন পাশাপাশি, ‘আমরা করব জয় গানটাতে’ও তারা কাঁধে কাঁধ মিলিয়েছেন। তাদের বন্ধুত্বটা সেখানেই।
সামনে দুজনের সম্পর্ক জোর লাগে কিনা, দূরত্ব কমবে কিনা তা সময়ই বলে দেবে। কিন্তু বিসিবি সভাপতি তাদেরকে দিয়েছেন কড়া বার্তা, ‘তবে প্রত্যেককে আমি একটা বার্তা দিয়েছি। তা হলো- তোমাদের মধ্যে কী ঝামেলা চলছে তা আমি জানি না। কিন্তু ম্যাচের সময়, সিরিজ চলার সময় যখন তোমরা একসঙ্গে খেলছো তোমাদের ভেদাভেদ সামনে আসা যাবে না। প্রত্যেকে নিশ্চয়তা দিয়েছে, এটা ম্যাচ চলাকালে প্রকাশ পাবে না।’
নাজমুল হাসান আরো বলেন, ‘তাদের মাঠে এবং ড্রেসিংরুমে কথা বলতেই হবে। ড্রেসিংরুমের পরিবেশও খারাপ ছিল তবে কিছুটা উন্নতি হয়েছে। এই সিরিজ থেকে (ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজ) আমি অন্তত ড্রেসিংরুমে এটি (তাদের সম্পর্ক) পরিবর্তন করতে চাই। তারা বাইরে যা করে তা আমার জন্য চিন্তার বিষয় নয়।’