সিলেটে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

দৈনিকসিলেট প্রতিবেদক :
সিলেটের ওসমানীনগরে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বসত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে ওসমানীনগর থানা পুলিশ। আলী আকবর (২৮) তাজপুর ইউনিয়নের উত্তর মজলিশপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে। আলী আকবর পেশায় একজন দিনমজুর।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আলী আকবরকে তার ঘরে ডাকতে গেলে ঘরের দরজা বন্ধ থাকায় পরিবারের সদস্যরা দরজার ফাঁক দিয়ে দেখেন ঘরের চালের বাঁশের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে রয়েছে তার মরদেহ। খবর পেয়ে ওসমানীনগর থানার পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরী করেন।
ওসমানীনগর থানার এসআই সুবিনয় বৈদ্য জানান, খবর পেয়ে আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা। মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন আছে।