সিলেটে জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন

দৈনিকসিলেটডটকম
জনতা ব্যাংক লিমেটেড সিলেট এরিয়ার শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৩ বিভাগীয় কার্যালয়ে ২৭ ফেব্রুয়ারী সোমবার অনুষ্ঠিত হয়।
জনতা ব্যাংক এরিয়া অফিস, সিলেট আয়োজিত শাখা ব্যাবস্থাপক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কার্যালয়, সিলেট এর মহাব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদ।
তিনি তার বক্তব্যে বলেন, সিলেটের ব্যবসা-বাণিজ্যে উন্নয়নে জনতা ব্যাংক লিমিটেড ব্যবসায়ীদের পাশে রয়েছে। পাশাপাশি প্রবাসীরা তাদের কষ্টার্জিত রেমিট্যান্স যাতে সহজে দেশে পাঠাতে পরে এবং দেশের স্বজনরা সহজে তা গ্রহণ করতে পারে এ জন্য ব্যাংক প্রতিটি শাখায় আলাদা রেমিট্যান্স ডেস্ক স্থাপন করেছে। এতে আলাদা কর্মকর্তার মাধ্যমে দ্রুততম সময়ে তা পেমেন্ট এর ব্যবস্থা করেছে। তিনি সবাইকে জনতা ব্য্ংাকের কাঙ্ক্ষিত সেবা গ্রহণ করার জন্য জনসাধারণকে আহবান জানান।
তিনি উপস্থিত নির্বাহী ও শাখা ব্যবস্থাপকদেরকে আন্তরিকতার সাথে গ্রাহকদের সেবা প্রদানের জন্য নির্দেশনা প্রদান করেন। শাখা ব্যবস্থাপক সম্মেলনে সভাপতিত্ব করেন এরিয়া অফিস সিলেটের উপমহাব্যবস্থাপক মুহাম্মদ এহতেশাম জলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কার্যালয়, সিলেট এর সহকারী মহাব্যবস্থাপক মনির আহমেদ। সম্মেলনে সমন্বয়কের দায়িত্ব পালন করেন এরিয়া অফিস, সিলেটে এর সহকারী মহাব্যবস্থাপক মাধব রাম পাল। সম্মেলনে বৈদেশিক বিনিময় কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক দেবাশিস্ দেবসহ সিলেট এরিয়ার সকল শাখার ব্যবস্থাপকগণ অংশগ্রহণ করেন।
সম্মেলনে শাখাসমূহের সকল ব্যবসায়িক সূচকের পর্যালোচনা করা হয় এবং ২০২৩ইং সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা আলোচনাপূর্বক তা অর্জনের জন্য দিক নির্দেশনা প্রদান করা হয়।