বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যানের লিডিং ইউনিভার্সিটি পরিদর্শন

দৈনিকসিলেটডটকম
বাংলাদেশ অ্যক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ লিডিং ইউনিভার্সিটি পরিদর্শন করেছেন। সোমবার (২৭ ফেব্রুয়ারি ২০২৩) বিকালে পরিদর্শনকালে তিনি সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলীর সাথে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী, প্রফেসর ড. এস. এম. কবির, পরিচালক (অ্যাক্রেডিটেশন) নাসির উদ্দীন আহমেদ, লিডিং ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার শ্রীযুক্ত বনমালী ভৌমিক, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ আব্দুল হাই, বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও সেন্টার ফর রিসার্চ, ইনোভেটিভ স্টাডিজ এন্ড প্লানিং এর উপদেষ্টা প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের(আইকিএসি) পরিচালক ড. মো. রেজাউল করিম, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ মোস্তাক আহমদ, অতিরিক্ত পরিচালক(আইকিউএসি) ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা, বোর্ড অব ট্রাস্টিজের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রানা এম. লুৎফুর রহমান পীর, পরিচালক (অর্থ ও হিসাব ) মোহাম্মদ কবির আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।