জিন্দাবাজারে আল হামরা শপিং সিটিতে অগ্নিকান্ড

দৈনিকসিলেট প্রতিবেদক :
সিলেট নগরীর জিন্দাবাজারের আল হামরা শপিং সিটি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।অগ্নিকাণ্ডে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।
মার্কেটের নিচ তলায় একটি কাপড়ের গোডাউনে বিদ্যুতিক সটসার্কিটের কারণে এই অগ্নিকান্ডের সূত্রপাত।আগুনের খবর চারদিকে ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে এদিক ওদিক ছুটাছুটি করতে থাকে ব্যবাসায়ী ও কাস্টমাররা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কেটের নিচতলার একটি কাপড়ের গোডাউনে আগুন লাগে। এসময় ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়লে তারা দ্রুত মার্কেটের বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস সেখানে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে এবং সফল হয়।
এ ব্যাপারে সিলেট ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক শফিকুল ইসলাম ভুঁইয়া বলেন, আমি ঘটনাস্থলে নেই। তবে ওখানে ট্রান্সফরমারে আগুন ধরেছে বলে শুনেছি। ঘটনাস্থলে আমাদের লোকজন আছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।