জামালগঞ্জে সেলাই মেশনি বিতরণ

মোঃ বায়েজীদ বিন ওয়াহিদ জামালগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের জামালগঞ্জে দরিদ্র পরিবাররের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।বুধবার সকালে উপজেলার সাচনা বাজারের দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা কার্যালয়ে এই মেশিন বিতরণ করা হয়।
আসলম মিয়া ও খাইরুন্নেছা শিক্ষা ট্রাস্ট জগন্নাথপুর’র অর্থায়নে এবং জামালগঞ্জ সাহিত্য পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার সদর ইউনিয়নের নয়াহালট, জামালগঞ্জ উত্তর ইউপির উত্তর কামলাবাজ ও বেহেলী ইউপির আহ্ছানপুর গ্রামে ৩ টি দরিদ্র পরিবারকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এসময় জামালগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি মহসিন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্য পরিষদের নির্বাহী সদস্য এম আল আমিন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের অর্থ সম্পাদক মো. বায়েজীদ বিন ওয়াহিদ, মো. রাসেল, মো.শামীম, মুন তালুকদার ও রুবেল প্রমুখ।