সিলেটে সিএনজি অটোচালকের আঘাতে আরেক চালক নিহত

দৈনিকসিলেটডটকম
সিলেট নগরীতে এক সিএনজি (অটোরিকশার) ড্রাইভারের আঘাতে আরেক সিএনজি (অটোরিকশার) ড্রাইভার নিহত হয়েছেন।
বুধবার রাত ১০ টার দিকে নগরীর বন্দরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি জালালাবাদ থানার কান্দিগাঁও গ্রামের ইদন মিয়ার ছেলে আমিরুল ইসলাম (২৭)। তিনি ৪ ছেলে ও ১ কন্যা সন্তানের জনক।
ঘটনার পর ঘাতক চালককে আটক করা হয়েছে। সে ব্রাক্ষণবাড়িয়ার সরাইল থানার কালিগচ্ছ গ্রামের মৃত খালেক হোসেনের ছেলে আলমগীর মিয়া (৩২)। সে সিলেটে থেকে সিএনজি (অটোরিকশা) চালিয়ে জীবিকাহ নির্বাহ করে আসছে।
জানা যায়, বুধবার রাত ১০টার দিকে সিলেট নগরীর বন্দরবাজারের হেড পোষ্ট অফিসের সামনে যাত্রী উঠানানামা করানোর সময় দুই চালকের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে দুই ড্রাইভারই মারামারিতে জড়িয়ে পড়ে। এসময় আলমগীরের আঘাতে অপর চালক আমিরুল মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়।
খবর পেয়ে বন্দরবাজার ফাঁড়ি পুলিশ তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।