৬ মাসে ১৫ হাজার বাংলাদেশিকে ভিসা দেবে রোমানিয়া

দৈনিকসিলেটডেস্ক
চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে ১৫ হাজার বাংলাদেশিকে ভিসা দেবে রোমানিয়া। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন এ কথা জানিয়েছেন।
বৃহস্পতিবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং-এ সেহেলী সাবরীন বলেন, রোমানিয়ার কনস্যুলার প্রতিনিধিদল আগামী ০৫ মার্চ ২০২৩ তারিখে ঢাকায় আসবে বলে জানানো হয়েছে। গত বছর রোমানিয়া হতে একটি কনস্যুলার টিম ঢাকায় তিন মাস অবস্থান করে প্রায় ৫ হাজার ৪০০ ভিসা দেয়। এই মিশন সফলভাবে পরিচালিত হওয়ায় আমাদের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী বরাবর পুনরায় একটি কনস্যুলার মিশন পরিচালনার জন্য অনুরোধ করে চিঠি দেন। তারই পরিপ্রেক্ষিতে রোমানিয়া বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদান কার্যক্রম পরিচালনার নিমিত্তে মার্চ হতে সেপ্টেম্বর পর্যন্ত ছয়মাস ঢাকায় একটি সাময়িক কনস্যুলার মিশন পরিচালনায় আগ্রহ প্রকাশ করে। আশা করা যাচ্ছে যে, উক্ত সময়ে এ বছর রোমানিয়া ১৫ হাজারের বেশি বাংলাদেশি নাগরিককে ভিসা দেবে।
ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় রোমানিয়ার কনস্যুলার মিশন পরিচালনার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে।
থাই মেলা নিয়ে তিনি বলেন, বাংলাদেশে থাই পণ্যের প্রচারের উদ্দেশ্যে ঢাকাস্থ রয়েল থাই দূতাবাস ০২-০৫ মার্চ যমুনা ফিউচার পার্কে টপ থাই ব্র্যান্ডের বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। এতে ২৫টি থাই প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে বলে আশা করা যাচ্ছে।
থাইল্যান্ডের একটি সাংস্কৃতিক দল মেলা ছাড়াও ঢাকাস্থ রয়েল থাই দূতাবাস ও লা মেরিডিয়ান হোটেলের যৌথ উদ্যোগে লা মেরিডিয়ান ‘থাই ফুড ফেস্টিভ্যাল’ এ অংশ নিচ্ছে।