চুনারুঘাটে অপরাধ নিয়ন্ত্রণে বিট পুলিশিং মতবিনিময় সভা

নুর উদ্দিন সুমন, হবিগঞ্জ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১০ টি ইউনিয়নের প্রত্যেকটি বিটে চলছে বিট পুলিশিং কার্যক্রম। ১০ টি ইউনিয়নে রয়েছে ১০টি বিট কার্যালয়। প্রতিটি বিটে ইনচার্জ হিসেবে রয়েছে একজন এসআই পদমর্যাদার কর্মকর্তা। জনগণকে দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে এবং সর্বোপরি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে। বিট পুলিশিং এর নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সমাজ থেকে ইভটিজিং, জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক নির্মূল, বাল্য বিবাহ, জুয়া ও ধর্ষণবিরোধী সভার আয়োজনের মাধ্যমে মানুষকে সচেতন করার কাজ করে যাচ্ছে বিট পুলিশিং কর্মকর্তারা। বিট পুলিশিং কার্যক্রমকে ফলপ্রসূ করতে জেলার পুলিশ সুপার এসএম মুরাদ আলি নিয়মিত মনিটরিং করছেন। বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে উপজেলার মিরাশি ইউনিয়নে থানার আয়োজনে অপরাধ নিয়ন্ত্রণে বিট পুলিশিং সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ১০ নং মিরাশি ইউনিয়নের চেয়ারম্যান মানিক সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রাশেদুল হক। মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মিরাশি ইউনিয়নের বিট অফিসার এসআই দেলোয়ার হোসেন। এছাড়া উক্ত মতবিনিময় সভায় থানার এসআই অজিত কুমার তালুকদার, এসআই লিটন রায় ও স্থানীয় জনপ্রতিনিধি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন । মতবিনিময় সভায় বক্তাগণ সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে চুনারুঘাট থানা পুলিশের কার্যকর ভূমিকার জন্য ভূয়সী প্রশংসা করেন ও ধন্যবাদ জানান। প্রধান অতিথি ওসি মোঃ রাশেদুল হক বলেন,
জনগণের পুলিশ’ হিসেবে আপামর জনসাধারণকে সেবা প্রদানের লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত থাকবে এবং পুলিশি সেবা আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বাল্যবিবাহ, জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রমসহ কমিউনিটি পুলিশের ন্যায় বিট পুলিশিংয়ের ফলে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত বিস্তারিত জানা যাবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে। পুলিশের জন্য এলাকার বিভিন্ন বিষয়ে তথ্য জানাসহ অপরাধ দমন ও সহজে রহস্য উৎঘাটন করা যাবে। এজন্য গ্রামাঞ্চলসহ উপজেলার সকল অপরাধ মুক্ত করতে তিনি সকলের সহযোগিতা চান।