সিলেটে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দৈনিকসিলেটডেস্ক
সিলেট মহানগরীর টিলাগড় এলাকার সৈয়দ মঞ্জিল মহিলা হোস্টেল থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ মার্চ) শর্মী রানী নাথ (২০) নামক এই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
শর্মী সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তিনি দক্ষিণ সুরমা জালালপুর ইউনিয়নের সতেন্দ্র চন্দ্র নাথের মেয়ে।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই শর্মীর বাবা শতেন্দ্র চন্দ্র নাথ বাদি হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
পুলিশ সূত্রে জান যায়, গত কয়েকদিন ধরেই শর্মী এলোমেলো অবস্থায় ছিলেন। খাওয়া-দাওয়া ঠিকমত করতেন না। কারো সাথে তেমন কথাও বলতেন না। রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতেন। তার মরদেহ উদ্ধারের সময় বিছানা থেকে ১০ টি ঘুমের ওষুধ উদ্ধার করে পুলিশ।
সিলেট শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, এ ঘটনায় গতকাল রাতে শর্মীর বাবা একটি অপমৃত্যু মামলা করেছেন। নিহতের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মহদেহ হস্তান্তর করা হয়েছে।