ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হার

দৈনিকসিলেটডেস্ক
২০১২ সালের পর থেকেই ঘরের মাঠে অপ্রতিরোধ্য হয়ে উঠতে শুরু করে বাংলাদেশ। ২০১৫তে তো রীতিমত স্বপ্নের বছর কাটিয়েছে। ওয়ানডে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলার পর ঘরের মাঠে টানা পাঁচটি ওয়ানডে সিরিজ জেতে টাইগাররা।
এর মধ্যে ছিল পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার মতো দলও। বাংলাদেশের সেই অপ্রতিরোধ্য যাত্রা থামায় ইংল্যান্ড। ২০১৬ সালে এই ইংল্যান্ডের কাছেই নিজেদের মাঠে ২-১ ব্যবধানে হারে টাইগাররা।
এরপর আবারও শুরু হয় জয়যাত্রা। ঘরের মাঠে টানা ৭টি সিরিজ জেতে বাংলাদেশ। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার মতো দল; এমনকি সর্বশেষ ভারতও হেরে গেছে বাংলাদেশ থেকে।
কিন্তু ইংল্যান্ড এসে সেই ধারা ভেঙে দিলো আবার। ৭ বছর পর আবার দেশের মাটিতে ওয়ানডে সিরিজ হার, আবারও ইংল্যান্ডের কাছে আত্মসমর্পণ। ইংলিশ-জুজু থেকে কি বেরিয়ে আসতে পারবে না টাইগাররা?