কবর জিয়ারতের সময় যে দোয়া পড়া সুন্নত
দৈনিকসিলেটডেস্ক:
মৃত্যুর পর কবর মুসলিমদের প্রথম আবাস। তাই মৃত্যুর স্মরণে কবর জিয়ারত করা কর্তব্য। জিয়ারতের সময় মৃতদের জন্য দোয়া করা সুন্নত। রাসুল (সা.) একটি দোয়া শিখিয়েছেন। তা হলো-
السَّلاَمُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ، مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ، وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لاَحِقُونَ، أَسْاَلُ اللَّهَ لَنَا وَلَكُمُ الْعَافِيَةَ
উচ্চারণ : আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আসআলুল্লাহা লানা ওয়া লাকুমুল আফিয়াহ।
অর্থ : ‘হে মুমিন ও মুসলিম কবরবাসী, তোমাদের ওপর সালাম ও শান্তি বর্ষিত হোক। আল্লাহর ইচ্ছায় আমরাও তোমাদের সঙ্গে মিলিত হব। আল্লাহর কাছে আমাদের ও তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করছি।’
হাদিস : বুরাইদাহ (রা) থেকে বর্ণিত, যখন তারা কবরস্থানে গমন করতেন তখন রাসুল (সা.) তাদের উল্লিখিত দোয়াটি শেখাতেন। তারা উল্লিখিত দোয়াটি পড়তেন।’ (মুসলিম, হাদিস : ৯৭৫)