শাবির সিইই বিভাগের রজতজয়ন্তী উৎসব সম্পন্ন

মোঃ নুর আলম, শাবি প্রতিনিধি :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগের আয়োজনে তিন দিনব্যাপী রজতজয়ন্তী উৎসব সম্পন্ন হয়েছে।
শনিবার (৪ মার্চ) সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে পুনর্মিলনী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে ‘শেয়ারিং দি এক্সেলেন্স অব সিইই গ্রাজুয়েটস’ শুরু হয়। এ অনুষ্ঠানে বিভাগের সাবেক শিক্ষার্থীরা তাদের পেশাগত অভিজ্ঞতা নিয়ে আলোচনা করে বর্তমান শিক্ষার্থীদের বিভিন্ন সেক্টরে কাজ করতে অনুপ্রেরণা দেন। এসময় উপস্থিত ছিলেন ইঞ্জি. মাহমুদ হাসান খান, ইঞ্জি. জাহিদ হাসান খান, প্রফেসর ড. মো. শাহিদুর রহমান এবং ইঞ্জি. মাঈনুর রেজা সহ প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।
এর আগে, বৃহস্পতিবার (২ মার্চ) সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মিলনায়তনে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান ‘এক্সিড-২৩’ এ ভার্চ্যুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
পরদিন শুক্রবার (৩ মার্চ) পুনর্মিলনী অনুষ্ঠানের প্রথম দিনে বিভাগের প্রায় ৫০০ সাবেক ছাত্র-ছাত্রী তাদের পরিবারসহ উপস্থিত হন। বিভাগের সকলের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা হয়। এরপর সকাল সাড়ে দশটায় কেন্দ্রীয় মিলনায়তনে পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে ইন্সটিটিউশন অফ ইঞ্জিনিয়ার্সের সভাপতি ইঞ্জি. মো. আব্দুস সবুর এবং সিইই বিভাগের এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জি. মুনতাসীর মামুন উপস্থিত ছিলেন।
রজতজয়ন্তী উৎসবের সভাপতি হিসেবে সিইই বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মিছবাহ উদ্দিন, কনভেনর হিসেবে অধ্যাপক ড. মো. ইমরান কবির ও কো-কনভেনর হিসেবে অধ্যাপক ড. মো. বশিরুল হক দায়িত্ব পালন করেন।