সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার নিয়ে যা বললেন মেয়র আরিফ

দৈনিকসিলেট প্রতিবেদক :
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার নিয়ে উত্তাপ ছড়াচ্ছে নগরীতে। বাণিজ্যিকভাবে ব্যবহার করা হবে শহীদ মিনার। এমন খবরে সমালোচনার মুখে পড়েছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। এনিয়ে আগামী ১১ মার্চ সকাল ১১টায় নগর ভবনে সভা ডেকেছেন মেয়র আরিফ। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে এই সভা হবে।
এদিকে শহীদ মিনার নিয়ে শনিবার রাতে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী।
বিবৃতিতে তিনি বলেন, ‘শহীদ মিনার নিয়ে কোন ধরনের বিভ্রান্তির সুযোগ নেই। শহীদ মিনারে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ তথা ধর্মনিরপেক্ষ প্রগতিশীল সাংস্কৃতিক রাজনৈতিক কার্যক্রম যাতে নির্বিঘ্নে অনুষ্ঠিত হতে পারে এবং শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের পবিত্রতা রক্ষায় যথাযথভাবে দায়িত্ব পালন করছে সিলেট সিটি করপোরেশন। শহীদ মিনার ও শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের পবিত্রতা কোনভাবেই লঙ্ঘণ হতে দেওয়া হবে না।’
আরিফ বলেন, ‘শহীদ মিনারের কোন স্থাপনা বাণিজ্যিকভাবে ব্যবহৃত করতে দেওয়া হবে না।’