দর্শক টানতে লেহেঙ্গা পরলেন অভিনেতা অক্ষয়

দৈনিক সিলেট ডট কম
বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। বিগত বছরগুলোতে তার সিনেমা বক্স অফিস বাজিমাত করলেও গত বছর তার চিত্র ছিল সম্পূর্ণ বিপরীত। একের পর এক ফ্লপ সিনেমার হতাশা ঝেড়ে দর্শকের মন জয় করতে মরিয়া অক্ষয় কুমার। আমেরিকায় ‘দ্য এন্টারটেনার্স’ সফরে অবাক কাণ্ড ঘটালেন বলিউড তারকা। মঞ্চে নোরা ফাতেহির সঙ্গে মঞ্চ মাতালেন অক্ষয় লেহেঙ্গা পরে নাচলেন।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রে ‘দ্য এন্টারটেনার্স’ সফরে গিয়েছেন একঝাঁক তারকা। সেখানে লাল লেহেঙ্গা পরে জনপ্রিয় ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’ গানে মঞ্চে পারফর্ম করেন অক্ষয় কুমার-নোরা ফাতেহি। তারই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভাইরাল এই ভিডিওতে দেখা যায়, অক্ষয়ের পরনে কালো রঙের ব্লেজার, তার নীচে পরেছেন লাল রঙের লেহেঙ্গা। মঞ্চে একঝাঁক নৃত্যশিল্পীর সঙ্গে নাচছেন অক্ষয়।
গান শুরু হতেই মঞ্চে হাজির হন নোরা ফতেহি। তার পরনে লাল রঙের ব্লাউজ ও শর্টস। নোরা মঞ্চে আসামাত্র লেহেঙ্গা খুলে নাচতে শুরু করেন অক্ষয়। অবশ্য লেহেঙ্গার নীচে কালো রঙের প্যান্টও পরেছিলেন এই বলিউড তারকা।
‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’ অক্ষয় অভিনীত জনপ্রিয় সিনেমা। নব্বই দশকে মুক্তি পায় এটি। এ সিনেমার সাফল্য অক্ষয়কে এনে দেয় ‘খিলাড়ি’ তকমা। এ সিনেমার গান ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’।