দেশের সার্বিক উন্নয়নে সরকারের বিকল্প নেই: এমপি মানিক

দৈনিকসিলেট প্রতিবেদক :
সুনামগঞ্জ- ৫,আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে দেশে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার প্রয়োজন রয়েছে। শেখ হাসিনার সরকার এ ক্ষেত্রে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর ফলশ্রুতিতে প্রাথমিক থেকে উচ্চ শিক্ষার ব্যবস্থা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া হয়েছে। স্কুলে-স্কুলে নির্মিত হচ্ছে নান্দনিক একাডেমিক ভবন। এখন ঘরের পাশেই রয়েছে উচ্চ শিক্ষা গ্রহণের ব্যবস্থা। শিক্ষার্থীদের জন্য এ ব্যবস্থা কেবল শেখ হাসিনার সরকারই করে দিতে পেরেছে। দেশের সার্বিক উন্নয়ণে আওয়ামীলীগ তথা শেখ হাসিনার সরকারের কোন বিকল্প নেই।
তিনি বিভিন্ন উন্নয়ণ প্রকল্পের বর্ণনা দিয়ে বলেন, ছাতকে বর্তমানে ৫শ’ কোটি টাকার উন্নয়ণ প্রকল্পের কাজ চলমান রয়েছে। দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ণে প্রবাসীদের ও ব্যাপক অবদান রয়েছে।
সভায় তিনি বিদ্যালয়ের মাঠ ভরাট,বাউন্ডারি দেয়াল নির্মাণ, বিদ্যালয়ের রাস্তায় একটি কালভার্ট করে দেয়ার ও ঘোষণা দিয়েছেন ।
রোববার (৫ মার্চ) সকালে ছাতকের নোয়াগাঁও আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে শেখ রাসেল কর্ণারের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে বিদ্যালয় মাঠে আয়োজিত প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কবির আহমদের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক কামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা প্রকৌশলী আফছর আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুম মিয়া, উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ, সুনামগঞ্জ কোর্টের এপিপি এডভোকেট ছায়াদুর রহমান ছায়াদ,সিলেট কোর্টের এপিপি এডভোকেট মাসুম আহমদ।
বক্তব্য রাখেন, এডভোকেট সামসুর রহমান, শিক্ষক মোনায়েম খান,সাবেক ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম, আনফর আলী, আব্দুস সালাম, ইউপি সদস্য ছায়াদুর রহমান,মাওলানা আব্দুল্লাহ আল বেলালী প্রমুখ।
সভায় আরো বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল জব্বারের পুত্র, যুক্তরাষ্ট্র প্রবাসী নুরুল আমিন ও ফয়জুল আমিন।সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ক্বারী সালেহ আহমদ।