যুক্তরাষ্ট্রের শীর্ষ সেনা কর্মকর্তার সিরিয়া সফর: সরকারের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

দৈনিক সিলেট ডট কম
যুক্তরাষ্ট্রের শীর্ষ সেনা কর্মকর্তা জেনারেল মার্ক মিলে আকস্মিক সিরিয়া সফর করেছেন। বাশার আল আসাদ সরকার এই ঘটনা ‘অবৈধ’ উল্লেখ করে নিন্দা জানিয়েছে।
খবর অনুসারে, শনিবার যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফ এর চেয়ারম্যান জেনারেল মার্ক মিলে সিরিয়ার কুর্দি অধ্যুষিত এক ঘাঁটিতে সফরে যান। দীর্ঘদিন ধরে আইএসআইএস’র বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের অন্তত ৯০০ সেনা সেখানে অবস্থান করছে। এই অঞ্চলটি কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের (এসডিএফ) দখলে রয়েছে।
রবিবার সিরিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সানা সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃত করে বলেছে, আমেরিকান চিফ অব স্টাফের এই অবৈধ সফরের তীব্র নিন্দা জানায় সিরিয়া। উত্তর সিরিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিকেও ‘অবৈধ’ বলে উল্লেখ করেছে সিরিয়া কর্তৃপক্ষ।
বাশার আল আসাদ প্রশাসনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘মার্ক মিলের এই সফর সার্বভৌমত্ব এবং অখণ্ডতার মারাত্মক লঙ্ঘন।’ যুক্তরাষ্ট্র প্রশাসনকে আন্তর্জাতিক আইনের পদ্ধতিগত এবং ধারাবাহিক এই লঙ্ঘনের ইতি টানারও আহ্বান জানানো হয়েছে।
মার্ক মিলের মুখপাত্র ডেভ বাটলার এএফপিকে বলেন, মার্কিন এই জেনারেল শনিবার সেনা এবং কমান্ডারদের সঙ্গে সাক্ষাতে সেখানে যান। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর চিফ অব স্টাফের দায়িত্ব নেওয়ার পর মার্ক মিলের এটা প্রথম সিরিয়া সফর। আর আগে সেনাপ্রধান হিসেবে তিনি সিরিয়া সফর করেছেন। শনিবারের ওই সফরে যুক্তরাষ্ট্রের সেনাদের কাছ থেকে মার্ক মিলে আইএসআইএস মিশনের সর্বশেষ খবরাদি নেন।