গোয়াইনঘাটে জুয়ার সরঞ্জামসহ ১০ জুয়ারি আটক

দৈনিকসিলেট প্রতিবেদক :
সিলেটের গোয়াইনঘাট থানাধীন ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুর্নানগর গ্রামে জুয়ার আসরে পুলিশ অভিযান চালিয়ে ১০ জন জুয়ারিকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, রবিবার (৫ই মার্চ) সন্ধায় গোয়াইনঘাট থানাধীন ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুর্নানগর গ্রামের, খেয়া ঘাটের পাড়ে আব্দুল মনাফ এর চায়ের দোকানের ভিতর হইতে প্রকাশ্যে নগদ টাকা দিয়ে জুয়া খেলা চলছে এমন পোপন সংবাদে এস আই জাহাঙ্গীর আলম সঙ্গীয় এস.আই আখতারুজ্জামান ফোর্স নিয়ে খেয়া ঘাটের পাড়ে আব্দুল মনাফ এর চায়ের দোকানের ভিতর অভিযান চালায় পুলিশ । পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার আড্ডা থেকে পালানোর সময় নগদ টাকাসহ ১০ জুয়ারি ও জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জামাদি আটক করা হয়।
আটককৃতরা হলেন, আল আমিন (২৫), রুবেল আহমদ (৩০) , গৌছ উদ্দিন (৩২), সমছু উদ্দিন (২৮), শামীম আহমদ (৩৫), আব্বাছ আলী (৩৫), আলিম উদ্দিন (৩০), মাসুক আহমদ (৩৮), জিয়াউর রহমান (২৫) ও আব্দুল মনাফ (৫৫)।
গোয়াইনঘাটে থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল ইসলাম ১০ জুয়ারি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন এবং সোমবার দুপুরে আটককৃত জুয়ারিদের জুয়া আইনে গোয়াইনঘাট থানায় মামলা (নং-০৫) দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।