জামালগঞ্জে আগুনে পুড়ে যাওয়া ৪০ পরিবারের মাঝে এড. রঞ্জিত সরকারের অনুদান

মোঃ বায়েজীদ বিন ওয়াহিদ জামালগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের জামালগঞ্জে আগুনে পুড়ে যাওয়া ৪০ পরিবারের মাঝে পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের হঠামারা গ্রামে সম্প্রতি আগুনে ভস্মীভূত হয়ে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারের মাঝে প্রধান অতিথি হয়ে পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ করেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. রঞ্জিত সরকার।
এসময় উপস্থিত ছিলেন, ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাসুর রহমান তাঁরা মিয়া, সিলেট মহানগর যুবলীগের নেতা এড. বিজিত কান্তি তালুকদার, মধ্যনগর যুবলীগের সহ-সভাপতি হুমায়ুন কবির, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা এড. রোকন মিয়া, মহানগর ছাত্রলীগ নেতা জয় আশিস লিটন। জামালগঞ্জ উপজেলা মৎসজীবী লীগের সাবেক সভাপতি জাবেদ জাহাঙ্গীর। ফেনারবাঁক ইউপির ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আঃ মজিদ মিয়া, সাধারণ সম্পাদক মো. বকুল মিয়া ও ছাত্রলীগ নেতা মুস্তফা কামাল, বোরহানউদ্দিন প্রমূখ।