সুনামগঞ্জে দুই বছর ধরে সেতু দিয়ে যান চলাচল বন্ধ

দৈনিকসিলেট ডেস্ক :
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের মধ্যবাজারে শয়তানখালী খালের ওপর নির্মিত পাকা সেতুটির বিভিন্ন অংশ দেবে গেছে। দুর্ঘটনা এড়াতে সেতুর উত্তর পাশে মানুষজন বাঁশের সাঁকো দিয়ে খাল পার হচ্ছেন। সেতুটির ওপর দিয়ে যান চলাচল বন্ধ থাকায় যানবাহন নিয়ে দুই বছর ধরে স্থানীয় ব্যক্তিরা এক কিলোমিটার ঘুরে চলাচল করছেন।
শয়তানখালী খালটি সদরের মধ্যবাজার থেকে দেওলা গ্রাম পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার বিস্তৃত। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, খালে এখন পানি নেই। সেতুটির পূর্ব পাশে উপজেলা পরিষদ, জনতা মডেল উচ্চবিদ্যালয়, একটি কিন্ডারগার্টেন, দোকানপাট, রেস্তোরাঁ ও আবাসিক হোটেল রয়েছে। সেতুটির পশ্চিম পাশের অংশে কাঁচাবাজার, মাছবাজার, ডায়াগনসিস সেন্টারসহ বিভিন্ন দোকান রয়েছে। খানিকটা অদূরে ধর্মপাশা থানা।
ইজিবাইকচালক নূর হোসেন (৪০) বলেন, ‘বিরিজডার ১২ডা বাইজা গেছে। এর ওফুর দিয়া গত দুই বছর গাড়ি চলাচল বন্ধ অইয়া আছে। বিরিজডা নয়া কইরা করন দরহার। এইডার লাইগা আমরারে গাড়ি লইয়া এক কিলোমিটার পথ ঘুইরা উপজেলা পরিষদ ও আশপাশের এলাকায় যাইতে অইতাছে। এইডার দিহে কারও কুনু নজর নাই।’
উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মধ্যবাজারকে দুভাগে ভাগ করেছে শয়তানখালী খাল। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) শয়তানখালী খালের ওপর পাকা সেতু নির্মাণ করে এর মধ্যে সংযোগ স্থাপন করে। ৪০–৪৫ বছর আগে সেতুটি নির্মাণ করা হয়। পাঁচ বছর আগে এই পাকা সেতুর বিভিন্ন অংশ দেবে যায় ও পিলারের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়। সেতুটির ওপর দিয়ে দুই বছরের বেশি সময় ধরে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। কিন্তু হেঁটে লোকজন চলাচল করতেন। এ অবস্থায় এক কিলোমিটার ঘুরে লোকজনকে গাড়ি নিয়ে খাল পার হতে হচ্ছে।
সেতুটির অবস্থা বেশি নাজুক হয়ে যাওয়ায় গত বছরের ৫ ডিসেম্বর দুপুরে সেতুটির দুই পাশে বাঁশের বেড়া দিয়ে চলাচল স্থায়ীভাবে বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। এ অবস্থায় সেতুটির উত্তর পাশে একটি বাঁশের সাঁকো নির্মাণ করে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে।
বাজারের ব্যবসায়ী নূর নবী বলেন, পাঁচ বছর ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দুই বছরের বেশি সময় ধরে এটির ওপর দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। এ অবস্থায় বাজারে মানুষজনের আসতে অসুবিধা হচ্ছে। সেতুটি পুনর্নির্মাণের জন্য বাজারের ব্যবসায়ীরা সমবেত হয়ে ৮ ফেব্রুয়ারি মানববন্ধন করেছেন। কিন্তু কর্তৃপক্ষ এখনো ব্যবস্থা নিচ্ছে না।
সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা বলেন, শয়তানখালী সেতুটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। এই সেতু পুনর্নির্মাণ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন।
এলজিইডির উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহাবউদ্দিন বলেন, ধর্মপাশা সদরের মধ্যবাজারে শয়তানখালী খালের ওপর সেতু পুনর্নির্মাণের জন্য এখনো দরপত্র আহ্বান করা হয়নি। তাঁরা এ বিষয়ে ব্যবস্থা নেবেন।