মাঝ আকাশে উড়োজাহাজের দরজা খোলার চেষ্টা, আটক যাত্রী

দৈনিকসিলেট ডেস্ক :
উড়োজাহাজ চলার সময় মাঝ আকাশেই এর জরুরি বের হওয়ার দরজা খোলার চেষ্টা করেন এক যাত্রী। বাধা দেওয়া হলে উড়োজাহাজের এক ক্রুকে ভাঙা ধাতব চামচ দিয়ে গলায় আঘাত করেন তিনি। পরে ফ্রান্সিসকো সেভেরো টরেস (৩৩) নামের ওই যাত্রীকে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার মার্কিন কৌঁসুলিরা বলেছেন, ইউনাইটেড এয়ারলাইনসের একটি উড়োজাহাজে এমন ঘটনা ঘটেছে।
ফ্রান্সিসকো সেভেরো টরেস যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের লিওমিনস্টার এলাকার বাসিন্দা। গতকাল প্রাথমিকভাবে তাঁকে আদালতে হাজির করা হয়। তাঁকে জামিন না দিয়ে আটক রাখা হয়েছে। গত বৃহস্পতিবার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
টরেসের আইনজীবীর মন্তব্য জানার চেষ্টা করেছিল রয়টার্স। তবে ওই আইনজীবী তাতে সাড়া দেননি।
কৌঁসুলিরা বলেন, বোস্টনে ফ্লাইটটি অবতরণের প্রায় ৪৫ মিনিট আগে উড়োজাহাজের ক্রু ককপিটে একটি সতর্কসংকেত পান। সংকেত অনুযায়ী তিনি বুঝতে পারেন, উড়োজাহাজের প্রথম শ্রেণি ও কোচ অংশের মাঝখানের একটি দরজা অরক্ষিত আছে।
কৌঁসুলিরা বলেন, দরজার কাছে টরেসকে দাঁড়িয়ে থাকতে দেখে অপর একজন ক্রু-এর সন্দেহ হয়। এর পর তাঁর এক সহকর্মী (উড়োজাহাজের ক্রু) টরেসের মুখোমুখি হন। টরেস তখন ক্রু-এর কাছে জানতে চান তিনি কিছু করেছেন বলে ক্যামেরায় রেকর্ড আছে কি না। কিছুক্ষণের মধ্যেই একটি ভাঙা ধাতব চামচ নিয়ে টরেস ওই ক্রু-এর গলার দিকে তিনবার আঘাত করেন। এরপর উড়োজাহাজের অন্য যাত্রী ও ক্রুরা তাঁকে থামান। পরে উড়োজাহাজটি বোস্টন লগান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ইউনাইটেড এয়ারলাইনসের এক বিবৃতিতে বলা হয়, ‘যেকোনো ধরনের সহিংসতার ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করি। তদন্ত চলাকালীন এ যাত্রী ইউনাইটেড এয়ারলাইনসের ফ্লাইটে নিষিদ্ধ থাকবেন। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তদন্তকাজে সহায়তা করছি।’
টরেসের বিরুদ্ধে বিপজ্জনক অস্ত্র ব্যবহার করে ফ্লাইট ক্রুদের সঙ্গে সংঘর্ষে জড়ানোর চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
দোষী সাব্যস্ত হলে তাঁর যাবজ্জীবন সাজা হতে পারে।