কোম্পানীগঞ্জের উত্তর রনিখাই টুলস সামগ্রী বিতরন

দৈনিকসিলেটডটকম
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল বলেছেন, মানবতার কল্যানে সেবায় উৎসর্গিত হওয়াই প্রকৃত মানবতা। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সবসময় মানুষ ও মানবতার কল্যানে নিবেদিত।মানুষের দূর্ভোগ লাঘব ও প্রতিরোধে প্রতিশ্রতিবদ্ধ।যে কোন দূর্যোগ দূর্বিপাকে মানুষের কল্যানে প্রথমে এগিয়ে আসে রেডক্রিসেন্ট সোসাইটি। ভবিষ্যতে এর ব্যতিক্রম হবে না।
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে বন্যায় ২০২২এ ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে টুলস সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গত বৃহস্পতিবার (২ মার্চ) ২০২২ সালের ভয়াবহ বন্যায় অধিক ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের পক্ষ থেকে কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও শেল্টার টুলস কিটস, হাইজিন বক্স ও ডিগনিটি বক্স বিতরণ করা হয়। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের কার্য্যনির্বাহী কমিটির সদস্য মোঃ মজির উদ্দিনের সভাপতিত্বে ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উপ-পরিচালক কাজী জানে আলমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেডক্রিসেন্ট সিলেট ইউনিটের নির্বাহী সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, সোয়েব আহমদ। ইতিপূর্বে এই ৪০০ পরিবারের মধ্যে গৃহ নির্মাণ, লেট্রিন নির্মান ও জীবিকায়নের জন্য নগদ অর্থসহ বিভিন্ন সামগ্রী বিতরন করা হয়।