তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের বেকদে’র খাদ্য সহায়তা

দৈনিকসিলেট ডেস্ক :
তুরস্কে ভূমিকম্পে ব্যাপক ক্ষতিগ্রস্ত অঞ্চল আদিয়ামান ও গাজীয়ান্তেপ প্রদেশের বিভিন্ন জেলায় জরুরি খাদ্য সামগ্রী ও গরম খাবার বিতরণ করেছে বাংলাদেশী কমিউনিটির সুপরিচিত সংগঠন ‘বাংলাদেশ এডুকেশন ও কালচারাল এসোসিয়েশন-বেকদ।
গত ৪ এবং ৫ মার্চ দু‘দিন বেকদেরের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. হাফিজুর রহমান এর নেতৃত্বে আদিয়ামান প্রদেশের ক্ষতিগ্রস্ত এলাকা সেন্ট্রাল আদিয়ামান, কাহতা ও গাজীয়ান্তেপ প্রদেশের নূরদাহ জেলায় এই কার্যক্রমে অংশ নেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা।
বিতরণ করা সহয়তা সামগ্রীর মধ্যে ছিল প্রায় সহস্রাধিক পরিবারের মধ্যে রান্না করা খাবার, ২ ট্রাক বোতলজাত পানি ও ২ ট্রাক নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও পরিচ্ছন্নতা সামগ্রী। এছাড়া অনেক পরিবারের মাঝে নগদ অর্থও বিতরণ করা হয়। শিশুদের জন্য দেয়া হয় খেলনা ও চকলেট জাতীয় খাবার। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাসমূহ পরিদর্শন এবং অস্থায়ী ক্যাম্পগুলো ঘুরে দেখেন বেকদেরের নেতৃত্বে বাংলাদেশী এ স্বেচ্ছাসেবী দলটি।
এসময় তুরস্কের জাতীয় সংসদের চিপ হুইপ ও গাজীয়ান্তেপের এমপি আলী শাহীন, আদিয়ামান প্রদেশের দায়িত্বপ্রাপ্ত গভর্ণর তুনজাই সুনের, এরজুরুম সিটি কর্পোরেশনের মেয়র মেহমেদ সেকমেক, আদিয়ামান পৌরসভার মেয়র সুলেইমান কিলিঞ্চ এবং কাহতা জেলার নির্বাহী কর্মকর্তাসহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলসমূহে কর্মরত তুরস্ক সরকারের বিভিন্ন পর্যায়ের সমন্বয়কারীদের সাথে সাক্ষাত ও মতবিনিময় করা হয়
সরকারের উচ্চপদস্থ এসব কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ বেকদেরের নেতৃত্বে বাংলাদেশীদের এই উদ্যোগকে স্বাগত জানান এবং তুরস্কের এই কঠিন সময়ে বাংলাদেশীদের পাশে থাকার বিষয়টি আজীবন মনে রাখবেন বলে উল্লেখ করেন। বেকদেরের নেতৃবৃন্দ এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকারী দলের আদিয়ামানের উদ্ধার কাজের কথা স্বরণ করিয়ে দিলে তারা বাংলাদেশী উদ্ধারকারী দলের ভূয়সী প্রশংসা করেন।
সামাজিক এই কার্যক্রমে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আনকারার সাবেক ডেপুটি মেয়র এবং নিউ ওয়ার্ল্ড ফাউন্ডেশন আনকারা শাখার সভাপতি আলী তকুজ, বাংলাদেশ কমিউনিটির পরিচিত মুখ ও তুরস্ক-বাংলাদেশ রিচার্স ইনিস্টিউটের চেয়ারম্যান ড. মোস্তফা ফয়সাল পারভেজ, বেকদেরের কার্যকরী কমিটির সদস্য ড. মিজানুর রহমান, স্টুডেন্ট কর্ডিনেটর মোহাম্মদ মুহিব্বুল্লাহ, মিডিয়া বিভাগের পরিচালক মশিউর রহমান, সাংবাদিক মুস্তাফিজুর রহমান হাফিজ, কোর ভলেন্টিয়ার টিমের ফয়সাল মাহমুদ ও হাফিজুল ইসলামসহ তুরস্কের উচ্চপদস্থ সরকারী কর্মকর্তা এবং সিভিল সোসাইটির প্রতিনিধিবৃন্দ।
বেকদের এই কার্যক্রম আরো কয়েকটি প্রদেশে চলবে বলেও জানায় সংগঠনটির নেতারা।