ফুলতলি ছাহেব বাড়ির পুকুরে মিললো শিশুর মরদেহ

দৈনিকসিলেট ডটকম :
সিলেটের জকিগঞ্জে আল্লামা আব্দুল লতিফ (রাহ.) এর বাড়ির পুকুর থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) বিকাল ৪টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সালমান আহমদ তায়েফ (১১) নামের এক শিশু মৌলভীবাজারের রাজনগর থানার ইন্দানগর গ্রামের মৃত মো. আফতাব আলীর ছেলে। তিনি ছাহেব বাড়ির মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ছিলেন।
মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন।
তিনি জানান, তায়েফ গত ৫ মার্চ নিখোঁজ হয় এ মর্মে গতকাল (সোমবার ৬ মার্চ) থানায় একটি জিডি করেন মাদরাসা কর্তৃপক্ষ। পরে আজ দুপুরে কর্তৃপক্ষ থানায় খবর দেন তায়েফের মরদেহ ছাহেব বাড়ির পুকুরে ভেসে উঠেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে বিকাল ৪টার দিকে মরদেহ উদ্ধার করে।
ওসি মো. মোশাররফ হোসেন জানান, তায়েফের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে ময়না তদন্ত হবে কি না এ বিষয়ে সিদ্ধান্ত হবে। তিনি আরো বলেন, এখনো পানি অনেকটা ঠান্ডা। তাই পানিতে পড়ে মারা গেলে কারও লাশ ভেসে উঠতে ২-৩ দিন সময়ও লাগতে পারে। এ মৃত্যু রহস্যজনক নয়।