সিলেট জেলাকে ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা হচ্ছে: জেলা প্রশাসক

দৈনিকসিলেটডটকম
‘দেশে একজন মানুষও গৃহহীন, ভূমিহীন থাকবে না’—প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে সিলেটের ৪টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত উপজেলা হিসেবেও ঘোষণা করা হচ্ছে। এ উপজেলা গুলো হচ্ছে জৈন্তাপুর, ফেঞ্চুগঞ্জ, কানাইঘাট এবং দক্ষিণ সুরমা। আগামী ২১ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী ৬০৩ টি ঘরের উদ্বোধনের মধ্য এই উপজেলাগুলোকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার (৯মার্চ) জেলা টাস্কফোর্স কমিটির এক সভায় সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, এবছরের ডিসেম্বরের মধ্যে বাকী ঘরগুলো নির্মাণ কাজ শেষ করে পুরো জেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করা হবে। সরকার ঘরগুলোকে অধিকতর টেকসই ও জলবায়ু-সহিষ্ণু করে গড়ে তুলছে।
অতিরিক্ত জেলাপ্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন এর পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা, জৈন্তাপুর,ফেঞ্চুগঞ্জ এবং কানাইঘাটের ইউএনও, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী।