টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড-বাংলাদেশ

দৈনিকসিলেট ডেস্ক :
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। তিন ম্যাচের এই সিরিজের আগে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরেছে স্বাগতিকেরা।
তবে তিন ম্যাচের সে সিরিজে ২-১ ব্যবধানে হারলেও শেষ ম্যাচটি জিতে আত্মবিশ্বাসের পরিচয় দিয়েছিল বাংলাদেশ দল। আজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও কি তেমন এক আত্মবিশ্বাসী বাংলাদেশ দলকে দেখা যাবে? ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।
গত বছর নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে এই প্রথম মাঠে নামবে ইংল্যান্ড। আর বাংলাদেশ তৌহিদ হৃদয়, শামীম হোসেন ও রনি তালুকদারদের নিয়ে স্কোয়াডে বদল এনে লড়াইয়ের জন্য প্রস্তুত।
বেন স্টোকস, হ্যারি ব্রুক, অ্যালেক্স হেলসরা না থাকায় ইংল্যান্ডের এই দলটাকে ‘পরীক্ষামূলক’ বলেছেন বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তবে জয় তুলে নেওয়া খুবই কঠিন হবে তা জানেন সবাই। পারবে কি বাংলাদেশ আজ জিততে?