বানিয়াচংয়ে স্বাধীনতা দিবস ও বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপনে প্রস্তুতি সভা

দিলোয়ার হোসাইন, বানিয়াচং প্রতিনিধি :
হবিগঞ্জের বানিয়াচংয়ে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন এবং বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৯ মার্চ দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, হাসিনা আক্তার, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, হায়দারুজ্জামান খান, আরফান উদ্দিন, আনোয়ার হোসেন, মঞ্জু কুমার দাস, এরশাদ আলী, ফরিদ আহমেদ, জয়কুমার দাস, সাদিকুর রহমান, শেখ শামসুল হক, শেখ মিজান, নাসির উদ্দীন চৌধুরী, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, মুহিবুর রহমান, মঞ্জিল মিয়া,শিক্ষক বশির আহমেদ, কাজল মিয়া প্রমুখ।