কানাইঘাটে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পলাশ

দৈনিকসিলেটডটকম
কানাইঘাট উপজেলার দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের নালুহারা গ্রামে গত ৭ই মার্চ মঙ্গলবার রাত ৮টার দিকে দুইটি বসত ঘর সহ ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ খবর পেয়ে গত ৯ই মার্চ বৃহস্পতিবার দুপুর ১২টায় ক্ষতিগ্রস্ত দু’টি পরিবারের খবর নিতে ছুটে যান বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ সদস্য ও সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ¦ মস্তাক আহমদ পলাশ। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের শান্তনা দিয়ে বলেন, রেডক্রিসেন্ট সোসাইটি ও জেলা পরিষদের পক্ষ থেকে যতটুকু সম্ভব ততটুকু সহযোগিতা প্রদান করা হবে। তিনি তাদের আশ^স্থ করে বলেন, কমপক্ষে তাদের বসত ঘর দু’টি নির্মাণ করে দেয়া হবে।এ সময় উপস্থিত ছিলেন ৩নং দিঘীরপাড় ইউপির চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের জনস্বাস্থ্য বিষযক সম্পাদক সেলিম চৌধুরী সহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিপুল সংখ্যাক এলাকার মানুষ।
জানা যায়, নালুহারা গ্রামের মৃত আবু জরের পুত্র হুসাইন আহমদ ও পাশর্^বর্তী ঘরের বাসিন্দা মৃত মুহিবুর রহমানের পুত্র বাবুল আহমদের পরিবারের সদস্যরা ঐদিন একটি বিয়ের অনুষ্ঠানে ছিলেন। ঐদিন রাত ৮টার দিকে তাদের বসত ঘরে আগুন লেগে যায়। এতে টিনশেড ও পাকা বসত ঘর দু’টির আসবাবপত্র সহ গৃহপালিত গরু, ছাগল, মোরগ, ধান, চাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত করে কেউ বলতে পারেনি।