সিলেটে এইচএসসিতে ফেল থেকে পাস করলেন ১৯ শিক্ষার্থী

দৈনিকসিলেট প্রতিবেদক :
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেয়েছেন ৩৭৩জন। ফেল থেকে পাস করেছেন ৪৫৫ জন। যাদের সারা আবার পেয়েছেন জিপিএ-৫। বিভিন্ন গ্রেডে ফল বদলেছে আরও ২ হাজার ২৩০ জনের। কারিগরি শিক্ষা বোর্ডের পুনঃনিরীক্ষার ফল এখনও না হয়নি, অন্য ১০ বোর্ডের পুনঃনিরীক্ষার ফলে এসব তথ্য পাওয়া গেছে।
শুক্রবার এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুন:নিরীক্ষার এই ফল প্রকাশ করা হয়।
পুনঃনিরীক্ষায় উত্তরপত্র নতুন করে মূল্যায়ন করা হয় না, কেবল শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের যোগফল দেখা হয়। উত্তরপত্রের চারটি দিক- সব প্রশ্নের সঠিকভাবে নম্বর দেওয়া হয়েছে কি না, প্রাপ্ত নম্বর গণনা ঠিক রয়েছে কি না, প্রাপ্ত নম্বর ওএমআর শিটে ওঠানো হয়েছে কি না এবং প্রাপ্ত নম্বর অনুযায়ী ওএমআর শিটের বৃত্ত ভরাট করা হয়েছে কি না, তা দেখা হয়ে থাকে।
পরিবর্তিত ফলে দেখা যায়, এইচএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষায় সিলেট বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১১ জন, ফেল থেকে পাস করেছেন ১৯ জন। ফল পরিবর্তন হয়েছে ১৯০ জনের।
ঢাকা শিক্ষা বোর্ড ও আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, পুনঃনিরীক্ষণে আবেদন বেশি পড়েছে। তবে খুব বেশি পরিবর্তন আসেনি। কোনো পরীক্ষকের করা ফলে নির্দিষ্ট হারের বেশি পরিবর্তন এলে তদন্ত করে রীতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কোভিড মহামারীর পর সংক্ষিপ্ত সিলেবাসে ২০২২ সালে হওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করা হয় ৮ ফেব্রুয়ারি। তাতে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাস করে ৮৫ দশমিক ৯৫ শতাংশ শিক্ষার্থী।