গ্রিসে কমিউনিটি নির্বাচন ঘিরে উৎসব মুখর প্রচার-প্রচারণা

দৈনিকসিলেট ডেস্ক :
গ্রিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বৃহত্তর সংগঠনের ‘বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস’ নির্বাচনকে ঘিরে প্রবাসীদের মাঝে দেখা দিয়েছে নির্বাচনী আমেজ। উৎসব মুখর পরিবেশে প্রচারণায় মাঠে সার্বক্ষণিক কাজ করছেন প্রার্থীরা। গতকাল বৃহস্পতিবার গনসংযোগ শুরু করেছেন মোতাব্বির-হাফিজ-টিটু পরিষদের নেতারা। তারা এথেন্সের বাংলাদেশি অধ্যুষিত বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন। এ সময় তারা ভোটারদের কাছে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট চান।
এই পরিষদের সভাপতি পদে প্রার্থী হয়েছেন মোহাম্মদ মোতাব্বির, সিনিয়র সহ সভাপতি হাফেজ আহমদ, সহ সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক টিটুসহ ১৯ পদে রয়েছেন ১৯ জন প্রার্থী।
এই পরিষদের প্রার্থীরা বিজয়ী হলে ‘বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস’এর নিজস্ব কার্যালয় নির্মাণ, কোন প্রবাসী মারা গেলে চাঁদা না তুলে ফান্ড তৈরি করে কমিউনিটির অর্থায়নে দেশে মরদেহ পাঠানো, নানা সমস্যায় জর্জড়িত প্রবাসীদের সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন। আগামী ১৯ই মার্চ এথেন্সের ভোট কেন্দ্র গাজী এলাকায় ও নেয়া মানোলদা গ্রামের ভোট কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে।
এছাড়াও আল আমিন-জাফর পরিষদ মানোলাদা গ্রাম ভিত্তিক প্রচার-প্রচারণা চালাচ্ছেন। অনিয়মিত সকল প্রবাসীদের বৈধ হতে সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাসসহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের সাহায্য অব্যাহত রেখেছেন।
মিজান-দাদন পরিষদ ও আনোয়ার-জাহেদ পরিষদ নির্বাচনে লড়ছেন কিন্তু এখনো প্রচার-প্রচারণায় তাদের তেমন একটা দেখা যাচ্ছে না । হয়তো কিছুদিনের মধ্যে প্রচার চলবেন বলে ধারণা করছেন বিশিষ্ট মহল।