জামালগঞ্জে ৮ গরুসহ চোর আটক

মোঃ বায়েজীদ বিন ওয়াহিদ জামালগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ভাটি লালপুর গ্রাম থেকে ৮টি গরুসহ চোর চক্রের এক সদস্যকে আটক করেছে জামালগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ আব্দুন নাসেরের নির্দেশনায় জামালগঞ্জ থানার এসআই প্রণয় কুমার সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ভাটি লালপুর গ্রাম থেকে ৮ টি গরুসহ আরেক মিয়ার ছেলে সিরাজ মিয়াকে (৩৫) আটক করে। অন্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
আটককৃত চোরকে জিজ্ঞাসাবাদে জানাযায়, জামালগঞ্জ উত্তর ইউনিয়নের ইনছানপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে এফাউল মিয়া, আজিজ মিয়া, ভাটি লালপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে বাবুল মিয়া, ও গ্রেফতার হওয়া সিরাজ মিয়ার ভাই নবী হোসেন ও ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সুখাইড় গ্রামের নূরুল ইসলামের ছেলে কাশেম পালিয়ে যায়।
তাদের বিরুদ্ধে পেনাল কোডের ৪৫৭ /৩৮০ /৪১১ ধারায় জামালগঞ্জ থানার এসআই প্রণয় কুমার সরকার বাদী করে মামলা দায়ের করেন।
এব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ আব্দুন নাসের জানান, আটককৃত চোরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।