টেকসই প্রেসক্লাব গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন: মুহিত চৌধুরী

দৈনিকসিলেটডটকম
সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহিত চৌধুরী বলেছেন, টেকসই প্রেসক্লাব গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন। ক্লাবের উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি আরো বলেন, ক্লাবের ঐক্যকে সুদৃঢ় রাখতে বিভেদ নয়,পারস্পরিক মমত্ববোধ বাড়াতে হবে।
শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় ডিজিটাল সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট অনলাইন প্রেসক্লাবের বিশেষ বর্ধিত সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,কার্যকরী পরিষদের সিদ্ধান্ত অনুসারে পবিত্র রমজানের পর সুবিধাজনক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এলক্ষে নির্বাচন কমিশন রোযার পর পুনরায় তফসিল ঘোষণা করবে।
সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদের পরিচালনায় ক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ক্লাবের সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল,ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক জহিরুল ইসলাম মিশু, ক্লাব সদস্য আফরোজ খান, কামাল আহমেদ, কামরুল আলম,মাসুদ আহমদ রনি, মাজহারুল ইসলাম সাদী,ফাহাদ মারুফ, সাজলু লস্কর, দেবব্রত রায় দীপন,মো: আলমগীর আলম প্রমুখ।
সভায় আধুনিক,যুগোপযোগী ও টেকসই ক্লাব গড়ার স্বার্থে গঠনতন্ত্রের বিভিন্ন ধারা ও উপধারায় পরিবর্তন, সংশোধন ও সংযোজন করা হয়। যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সকল পর্যায়ের সদস্যরা।