জকিগঞ্জে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে যুবক নিহত

দৈনিক সিলেট ডট কম
জকিগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আশিক উদ্দিন (২৭) নামে এক যুবক নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত ৩টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের বারহাল ইউনিয়ন এলাকার বটরতলের কাছাকাছি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিক উদ্দিন কানাইঘাট উপজেলার বড় চাতল গ্রামের সামছ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, বটরতলের কাছাকাছি স্থানে ট্রাকের সঙ্গে নাভানা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গাড়ি চালককে গাড়ির ভেতর থেকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করে। আর ঘটনাস্থলেই মারা যান আশিক উদ্দিন।
জকিগঞ্জ থানা পুলিশের এসআই জাহেদ হোসেন জানান, পালিয়ে যাওয়া ট্রাকটি সনাক্ত করতে পুলিশ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে।