শাবিতে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু

মোঃ নুর আলম, শাবি প্রতিনিধি :
সিলেটেরশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যুক্তরাজ্যের সমুদ্রবিষয়ক সংস্থা পোগো এবং শাবিপ্রবির সমুদ্রবিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে ‘টেকসই সমুদ্র সম্পদ ব্যবস্থাপনা’ নিয়ে ১২ দিনব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু হয়েছে। যেটি আজ ১২ মার্চ থেকে শুরু করে চলবে ২৩ মার্চ পর্যন্ত।
রোববার (১২ মার্চ) সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে সমুদ্রবিজ্ঞান বিভাগের প্রধান ড. সুব্রত সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ বদিউজ্জামান ফারুক আসন গ্রহণ করেন। এতে স্বাগত বক্তব্য রাখেন স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার।
আয়োজক কমিটির আহ্বায়ক এবং সমুদ্রবিজ্ঞান বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ড. সুব্রত সরকার জানান, জাপানভিত্তিক সংস্থা নিপ্পন ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায়, জাতিসংঘের সমুদ্র দশক (২০২১-২০৩০) প্রোগ্রাম ও ভারতের জাতীয় সমুদ্র তথ্যসেবা কেন্দ্রের সহযোগিতায় ১২ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত এ প্রশিক্ষণ হবে। এতে দেশ এবং বিদেশের ২২ জন প্রশিক্ষণার্থী ও ৬ জন প্রশিক্ষক অংশগ্রহণ করবেন।
তিনি আরও জানান, প্রশিক্ষণ কর্মসূচির পর দুদিনব্যাপী আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে। সিম্পোজিয়ামে বিভিন্ন টেকনিক্যাল সেশনে সমুদ্র সম্পদের সঠিক ব্যবহার, সুনীল অর্থনীতির ক্রমবিকাশ, সমুদ্র ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে প্রবন্ধ ও নিবন্ধ উপস্থাপিত হবে।