জামালগঞ্জ প্রেসক্লাবের নবনির্মিত নিজস্ব ভবনে মতবিনিময় সভায় সুনামকন্ঠ সম্পাদক

মো. বায়েজীদ বিন ওয়াহিদ জামালগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জামালগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলার প্রবীণ সাংবাদিক বিজন সেন রায়। রবিবার দুপুরে জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় জামালগঞ্জে নবনির্মিত “জামালগঞ্জ প্রেসক্লাবে”র নিজস্ব ভবনে মতবিনিময় সভা করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার বহুল প্রচারিত দৈনিক সুনামকন্ঠ পত্রিকার সম্পাদক, ও হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাওর বাঁচাও আন্দোলনের জেলা সভাপতি ইয়াকুব বখত বাহলুল। আরো বক্তব্য রাখেন, হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক ও আরটিভি জেলা প্রতিনিধি শহীদ নূর, হাওর বাঁচাও আন্দোলনের সাবেক সদস্য সচিব রাজু আহমেদ, প্রেসক্লাবের নির্বাহী সদস্য ওয়ালী উল্ল্যাহ সরকার, অঞ্জন পুরকায়স্থ, আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক শাহিন আলম, অর্থ সম্পাদক বায়েজীদ বিন ওয়াহিদ ও সাংবাদিক সাইফুল্লাহ প্রমূখ। মতবিনিময়কালে সাংবাদিকদের উদ্দেশ্য বিজন সেন রায় বলেন, সত্য ও ন্যায়ের পথে অসহায় মানুষের প্রতি শক্ত ভূমিকা নিতে হবে। হাওর জনপদের দুর্দশার চিত্র লেখনির মাধ্যমে তুলে ধরতে হবে। দীর্ঘদিন পর জামালগঞ্জ প্রেসক্লাবের নিজস্ব ভবন হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলকে তিনি অভিনন্দন জানান।