সিলেটে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান

দৈনিকসিলেট প্রতিবেদক :
সিলেট নগরীর সার্কিট হাউজ, ক্বীন ব্রিজ ও এয়ারপোর্ট এলাকায় অবৈধ পার্কিং ও দোকানের এর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। রোববার (১২ মার্চ) বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ৬টি ও দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী ১টি মামলায় সর্বমোট ২৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া সার্কিট হাউজের সামনে অবৈধ পার্কিং এর জন্য একটি ছোট ট্রাক আটক করে থানায় প্রেরণ করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল আলম।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী শামীম ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জসীম উদ্দিন।