খাদিমনগর ইউপির ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আব্দুল হামিদের গনমিছিল

দৈনিকসিলেট ডেস্ক :
সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আব্দুল হামিদের ফুটবল মার্কার সমর্থনে এক গনমিছিল ও নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে।
সোমবার (১৩ মার্চ) বিকাল ৪টার সময় গনমিছিল শুরু হয়ে ৭নং ওয়ার্ডের বিভিন্ন গ্রাম ঘুরে দেবাইর বহর গ্রামে গিয়ে শেষ হয়। পরে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। দেবাইর বহর গ্রামের বিশিষ্ট মুরব্বি লিয়াকত আলীর সভাপতিত্বে ও নাজিমুল ইসলাম নাদিমের পরিচালনায় বক্তব্য রাখেন, মেম্বার পদপ্রার্থী আব্দুল হামিদ, মাওলানা আব্দুল হানান, সাদিকুর রহমান, ফারুক আহমদ, সাহিদ আলী, আব্দুস সোবহান, বাবুল মিয়া, আনা মিয়া, জাহাঙ্গীর আলম।
এ সময় উপস্থিত ছিলেন, মুরব্বি হারিছ আলী, মুসলিম মিয়া, আব্দুল মনাফ, আব্দুল মালিক, আইদালি মিয়া, সাদেক মিয়া, মইন উদ্দিন ফসা, ইকবাল হোসেন, ফারুক মিয়া, কামাল মিয়া, নিজাম মিয়া, আব্দুস শহীদ, মুতলিব মিয়া, সাহেদ আহমদ সাবু, আনা মিয়া, সাহাবুদ্দিন ইনতাই, নুর মিয়া, জতি, সত্যরাম গঞ্জু, সাইফুল মিয়া, সেলু মিয়া, সহিদ মিয়া, ফারুক মিয়া, জিয়াবুল, বিলাল মিয়া, নিজাই মিয়া, গোলাপ রাম গঞ্জু, মইন মিয়া, তাজ উদ্দিন, আজ্জুল মিয়া, বাবুল মিয়া, আকত মিয়া, নাছির উদ্দীন, শাহিন মিয়া প্রমুখ।