অপু বিশ্বাসকে নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণ জানালেন নিরব

দৈনিকসিলেটডেস্ক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে শো করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়েছেন ঢালিউড নায়িকা অপু বিশ্বাস এবং নায়ক নিরব। অনুষ্ঠানে তারা পারফর্ম করতে যান। আর নাচতে গিয়েই অপুকে কোলে তুলতে গিয়ে ঘটে বিপত্তি। পড়ে যান দু’জনেই। তবে হাল না ছেড়ে আবারো সেখান থেকেই শুরু করেন এবং শো পরবর্তী সময়ে সকলের কাছে অনুরোধ করে অপু বলেন, এ ভিডিওটি পাবলিকলি না আনতে। কিন্তু তা হয়নি। ভিডিওটি স্যোশাল মিডিয়ায় প্রকাশের পর পরই রীতিমতো ভাইরাল হয়। এবার এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণ জানালেন নিরব। তিনি বলেন, সাধারণত একটি অনুষ্ঠানে যে রকম স্টেজ করা হয়, মুন্সীগঞ্জের আয়োজনে সে রকমটা ছিল না। আমরা টাইলসের ওপর নেচেছি।
আমরা কেউই টাইলসে নেচে অভ্যস্ত না। যে কারণে বারবার জুতা পিছলে যাচ্ছিল। কার্পেট বা অন্যকিছু হলে এই ধরনের সমস্যা হতো না। জায়গাটা ছিল সংকীর্ণ, অপুর পোশাকটা ছিল পাতলা পলিয়েস্টার কাপড়ের। সেটাও কিছুটা পিচ্ছিল থাকায় কোলে নিয়ে নাচতে গিয়ে পড়ে যায়। এর বাইরে অন্য কোনো কারণ নেই। সম্প্রতি জাফলং থেকে ‘কয়লা’ সিনেমার শুটিং শেষ করে ফিরেছেন নায়ক। এখন নানা ইভেন্টের অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। একসঙ্গে নিরব ও অপুকে দেখা যাবে ‘ছায়াবৃক্ষ’ সিনেমায়।
সূত্র:মানবজমিন