সুনামগঞ্জ ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ নিহত ২

দৈনিকসিলেট প্রতিবেদক :
সুনামগঞ্জ-সিলেট সড়কে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ দুজন নিহত হয়েছে। এঘটনায় সিএনজি চালকসহ দুজন গুরুত্ব আহত হয়েছেন। নিহতরা হলেন,চট্টগ্রাম জেলার আনোয়ার থানার শিলাইগুরা গ্রামের আবুল কালামের ছেলে নাসির আহমেদ ও জগন্নাথপুর থানা জামালপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে হাদিউল ইসলাম কালামী(৩৫)। আহতরা হলেন, সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ এসিল্যান্ড অফিসে একজন কর্মরত মোহাম্মদ মিজান ও সিএনজি চালক । তাদের সিলেট পাঠানো হয়েছে।
সমঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১০টায় সুনামগঞ্জ জেলার নতুন জেলখানা সংলগ্ন হালুয়ারগাও এলাকায় ঘটনাটি ঘটে।
প্রতক্ষদর্শী সুত্রে জানা যায়, আমরা কাজ করতে ঐ এলাকায় টমটম দিয়ে হালুয়ারগাও যাওয়ার সময় পিছনে একটি শব্দ শুনে তাকিয়ে দেখি ড্রিট্রিক ট্রাক ও সিএনজি সংঘর্ষ হয়েছে। ড্রিট্রিক ট্রাক সিলেটের উদ্দেশ্য ও সিএনজি সুনামগঞ্জের দিকে আসছিল। ট্রাক সিএনজি কে পিশে দিয়েছে। সাথে সাথে নেমে আহতদের উদ্ধার করার জন্য এগিয়ে যাই কিন্তু কেউ আসে নি। পরে আমরা দুজন তাদেরকে উদ্ধার করে সিএনজি দিয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাই পরে। ডাক্তারগন দুজনে মৃত ঘোষণা করেছেন। ঘটনার পর পর ঘাতক ট্রাক চালক পালিয়ে যায়। ঘাতক ট্রাক আটক করেছে জনতা।
সদর হাসপাতালে চিকিৎসা ডাঃ হাবিব রহমান জানান,দুজন হাসপাতালে আসার আগেই মারা গেছে। দুজনের অবস্থা আশংকা জন। তাদের সিলেট রেফার করা হয়েছে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।