ছবি তুলতে গিয়ে হঠাৎ হোঁচট, ভিডিও ভাইরাল!

দৈনিকসিলেট ডেস্ক :
মার্কিন পপ তারকা লেডি গাগার ছবি তুলতে দৌড়ে আসছিলেন এক ফটোগ্রাফার। কিন্তু হঠাৎ হোঁচট খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তৎক্ষণাৎ তাকে সাহায্য করতে ছুটে যান গায়িকা।
গত রোববার অস্কারের ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠান চলাকালীন ডলবি থিয়েটারে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, রেড কার্পেটে পপ সেনসেশন লেডি গাগা হাঁটছেন। এ সময় ছবি তুলতে দৌড়ে আসছেন এক ফটোগ্রাফার। হঠাৎ হোঁচট খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
বিষয়টি খেয়াল করে তাকে সাহায্য করতে এগিয়ে যান লেডি গাগা। তিনি ফটোগ্রাফারকে জিজ্ঞেস করেন, ‘আপনি ঠিক আছেন?’
এরপরই ভাইরাল হয়েছে পপ তারকার এই ভিডিও। লেডি গাগার এমন কাজের অনেকেই প্রশংসা করেছেন।