নবীগঞ্জের বিশিষ্ট মুরুব্বী আব্দুস শহীদ আর নেই

নূরুজ্জামান ফারুকী, নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জ দারুল উলুম মাদ্রাসা কমিটির সহ-সভাপতি, রাজাবাদ জামে মসজিদের মোতাওয়াল্লি প্রাক্তন মেম্বার ও বিশিষ্ট মুরুব্বী আব্দুস শহীদ আর নেই (ইন্না লিল্লাহি………..রাজিউন)। গত রবিবার দুপুর ১২টায় নিজ বাড়ি পৌরসভার রাজাবাদ গ্রামে ইন্তেকাল করেন।
তিনি পৌরসভার সাবেক প্যানেল মেয়র-১ ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম সালামের চাচাতো ভাই। তার মৃত্যুর খবর পেয়ে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে উপস্থিত হন জেলা আওয়ামলীগের সহ-সভাপতি এডভোকেট আবুল ফজল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী। বিকাল ৫ টা ১৫ মিনিটে নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ শাহী ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্টিত হয়েছে। জানাজার নামাজে অংশ গ্রহন করেন পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জুল ইসলাম চৌধুরী, সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান শেফু, বাসদ নেতা চৌধুরী ফয়সল শোয়েব, হিরা মিয়া গালর্স স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক এটিএম বশির আহমদ, প্যানেল মেয়র-২ আব্দুস ছুবান, হবিগঞ্জ নারী শিশু আদালতের পিপি এডভোকেট মোস্তফা মিয়া, সাবেক কাউন্সিলর আঃ ছালাম, বিশিষ্ট মুরুব্বী আনসার উদ্দিন, আতাউর রহমান, আওয়ামলীগ নেতা মুহিবুর রহমান আকল, মাসুক মিয়া, আব্দুল মন্নান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আলমগীর মিয়া প্রমূখ।
জানাজার নামাজের পুর্বে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন মাওঃ নুরুল হক নবীগঞ্জী। পরিবারের পক্ষে বক্তব্য রাখেন এডভোকেট ফারুক আহমদ। পরে মরহুমের গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন।